
চোখে বালি পড়লে কেউ চোখকে নষ্ট
করে না। পানি দিয়ে চোখকে
পরিষ্কার করে সামনে এগুয়। এটাই
বাস্তবতা।
-
বৃষ্টির ঝাপটা যেদিকে অাপনি
ছাতাটাকে ঐ দিকেই ধরবেন। কেউ
অাপনাকে তা বলে দিতে হবে না।
এটাই বাস্তবতা।
-
প্রেমিকা তার প্রেমিককে ছেড়ে
চলে গেছে। কিছুটা সময় খুব কষ্ট হবে।
মাঝে মাঝে খুব খারাপ লাগবে কিন্তু
জীবন থেমে থাকবে না। এটাই
বাস্তবতা।
-
পথ চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে
যাওয়ার পর কেউ থেমে থাকে না।
উঠে দাড়িয়ে অাবার পথ চলা শুরু করে।
এটাই বাস্তবতা।
-
অাপনজনকে হারিয়ে ফেলার পর কেউ
তার জন্য সারাজীবন কাঁদে না। কারন,
কাঁদার জন্য ভাবনা দরকার। ভাবনার
জন্য সময় দরকার। সেই সময়টুকু তখন হয়ে
উঠেনা। এটাই বাস্তবতা।
-
বারবার ব্যর্থ হবার পরেও কেউ চুপটি
করে বসে থাকে না। সফলতা পাওয়ার
অাসায় অাবার চেষ্টা করে এবং
সফলতা নিয়েই ফিরে। এটাই বাস্তবতা।
-
পাগলা, বাস্তবতা নিয়েই তো চলতে
হবে। তাহলে কেন তুমি এখনো অাবেগ
নিয়ে থেমে অাছো। উঠে দাড়াও।
দেখিয়ে দাও তোমার দ্বারাও সম্ভব
বাস্তবতাকে মেনে নিয়ে সামনে
পথচলতে।