
টুইউর জন্মদিন
সান্টা বান্টাকে জিজ্ঞেস করলো, “আরে ভাই, পাশের বাড়ি থেকে অতো আওয়াজ আসছে, ব্যাপারটা কি?” বান্টা বললো, “আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলছে রে।” সান্টা, “কার জন্মদিন?”
বান্টা, “টুইউর…”
সান্টা অবাক হয়ে বললো, “টুইউ?” বান্টা বললো, “হ্যাঁ, তাইতো শুনতে পেলাম।
সব্বাই বলছিলো হ্যাপি বার্থডে টু ইউ!”
কাল এনে দেবো বল্টুদা
নিজের দোকানের নতুন কর্মচারি বান্টাকে বলল “আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিতে, কাল এনে দেবো”।
খদ্দের :”ভাই টয়লেট পেপার আছে?” বান্টা: ” না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো”।
সিলেবাসটা দিন না
এক বিশাল পড়াকু টাইপের ছেলে তার গার্লফ্রেণ্ডকে নিয়ে জীবনে প্রথমবার ডিনার ডেটে গেছে। ওয়েটার এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, “কি অর্ডার করবেন স্যার …ম্যাডাম?”
তো ছেলেটা ভাবলো একবার মেনুকার্ডটা দেখে নেওয়া যাক। কিন্তু পড়তে পড়তে বেচারার মাথার হাল তো অলরেডি বেহাল। কিছুতেই মেনু নামটা মনে আসছে না। মিনিট দুয়েক মাথা-টাথা চুলকে বললো, “ভাই, একটু সিলেবাসটা নিয়ে এসো তো!”
ঘুমের ওষুধ
পলাশ : ডাক্তার বলেছেন, তোমার শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার। সোহেল : তা ডাক্তারবাবু তোমায় কী ওষুধ দিলেন? পলাশ : আমায় না, ডাক্তারবাবু আমার স্ত্রীকে ঘুমের ওষুধ দিয়েছেন।