কিভাবে একটি ফেসবুক আই ডি একে বারে ডিলেট করে দিবেন।
কিভাবে একটি ফেসবুক আই ডি একে
বারে ডিলেট করে দিবেন। হ্যা তাই
দেখাচ্ছি
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি ভালোই আছেন
আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি
আজকে একটি অতি প্রয়োজনীয় টিপ্স
নিয়ে আমি হাজির ।
আজকের পোস্ট এর টাইটেল হচ্ছে
কিভাবে একটি ফেসবুক আই ডি ডিলেট
করা যায়
আমরা জানি ফেসবুক আইডি কে
সাধারনত ডিএক্টিব করা যায়। যা
কয়েকদিন পর একটিব করা সম্ভব।
তাই আজকে আমি দেখাবো কিভাবে
একেবারের জন্য আই ডি ডিলেট করতে
হয়।।
বেশি কিছু করতে হবে না শুধু এই লিংকে ক্লিক করুন
আগের কথা ভাল।
ডিলেট করলে কিন্তু আপনি আর এটি
ফিরে পাবেন না।।
ভাল থাকবেন