
আজ যে নম্বরটিতে ফোন দিলে
আমাকে পাওয়া যাবে,তা একদিন আর
যাবেনা। হয়তো ফোনটা অন্য কেউ
ধরবে,নয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে।
প্রতিদিনই তো এরকম কত নম্বরের পেছনে
লুকিয়ে থাকা জীবন শেষ হয়ে যাচ্ছে!
সেদিন আমার ফেসবুক প্রোফাইলের
সবুজ বাতিটা আর
জ্বলবেনা,স্ট্যাটাসগুলো আর
নিউসফিডে ভাসবেনা,হয়তো
আইডিটা আর ডিএক্টিভ করাও হবেনা।
শখ করে কেনা জিনিসগুলোতে মরিচা
ধরে যাবে।প্রতিদিনের জড়ানো
কাজগুলো এবং ভালোবাসার সবকিছু
থেকে একদিন হারিয়ে যাব আমি!! এ
জগতটা ক্ষণস্থায়ী।একদিন যেতেই হবে
পৃথিবীর মায়া ছেড়ে।যেতে হবে
প্রিয় মানুষগুলোকে ছেড়ে।সবকিছু ঠিক
থাকবে,শুধু হারিয়ে যাব আমি..!সময়ের
সাথে সাথে সবাই ভুলে যাবে
আমাকে।তবে কিছু কিছু মানুষের
জীবনে সারা জীবন থেকে যাব
মরিচিকা হয়ে!