
(১) এমন কোনো মা-বাবা নেই, যে
তার সন্তানকে মানিক বলে ডাকে
নাই। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে
নাই।
(২) এমন কোনো বাবা নেই, যে তার
দুষ্ট ছেলেকে "হারামজাদা" বলে
বকা দেয় নাই!
(৩) এমন কোনো বোন নেই, যে নিজে
খরচ না-করে ভাইকে টাকা দেয়
নাই।
(৪) এমন কোনো ছেলে নেই, যে তার
প্রতি কোনোনা কোনো মেয়ে মুগ্ধ
হয় নাই!
(৫) এমন কোনো মেয়ে নেই, যে
কোনোনা কোনো ছেলে তার
দ্বারা কষ্ট পায় নাই!
(৬) এমন কোনো জুটি নেই, যে তারা
কভু ঝগড়া করে নাই। বা,
(৭) এমন কোনো প্রেমিক-প্রেমিক
া নেই, যে রাতপাখি হয়ে কথা
বলে নাই। এবং কষ্টের স্বাধ পায়
নাই।
(৮) এমন কোনো বন্ধু নেই, যে তার
বন্ধুকে "দূর হালা" বলে গালি দেয়
নাই। বন্ধুর মানিব্যাগের বারোটা
বাজায় নাই!
(৯) এমন কোনো স্বামী-স্ত্রী নেই,
যে তারা ফুলশয্যা রাতে ফুল
ছেঁড়াছেঁড়ি করে নাই!!!
(১০) এমন কোনো ছাত্র নাই, যে
পরীক্ষার আগে আগে বা
চলাকালীন ঘুমের প্রেমে পড়ে নাই!
(১১) এমন কোনো ছোট ভাই নেই, যে
বড়ো ভাইয়ের মানিব্যাগে
উঁকিঝুঁকি দেয় নাই!
(১২) এমন কোনো গুরু নেই যার কোনো
শিষ্য নেই।
(১৩) এমন কোনো অনাথ নেই যার মনে
ব্যাথা নেই।
(১৪) এমন কোনো প্রাণী নেই যার মৃত্যু
নেই।