
মহান আল্লাহ তায়ালা অমাদের দুটো
পথ দেখিয়েছেন।
একটা ভাল পথ এবং আরেকটা খারাব
পথ।
আর আমাদের দিয়েছেন বিবেক নামক
একটি জিনিস।
এই বিবেকটাকে কাজে লাগিয়ে
আমাদের যেকোনো একটা পথ বেছে
নিতে হবে।
মনে রাখতে হবে..
খারাব পথে চলতে অতি আনন্দের মনে
হবে , কিন্তু পথ শেষে জাহান্নাম
ছাড়া কিছুই মিলবেনা।
.
আর ভাল পথে চলতে খুবই কষ্টের হলেও পথ
শেষে পাওয়া যাবে জান্নাত। এবং
এটাই আমাদের সকলের কাম্য হওয়া
উচিৎ।।