
- আচ্ছা আপনি আসবেন কবে?
- তুমি তো জানোই।
- আমার আর ভাল লাগেনা আপনি
বুঝেন না?
- এই লক্ষি আমারও কি ভাল লাগে
বলো? কি করবো অফিসের কাজ এর জন্য
তো আসতেই হয় বুঝোনা?
- আপনার কোথায় ভাল লাগেনা
আপনি দিব্যি ভাল আছেন।
- তুমাকে ছারা আমার বুঝি ভাল
লাগে এ কথা তুমি বলতে পারলা? যাও
ফোন রাখো কথা নাই।
- এই না না ফোন রাখবেন না শুনোন।
- কি বলো তারাতারি।
- এতো বাচ্ছাদের মতো করেন কেন? হুম
- আমার এখন মুড অফ ফোন রাখলে খুশি
হবো।
- না রাখবো না। এমনিতেই তো
আমাকে রেখে ওখানে অফিসের নাম
করে ভালই আছেন। তার উপর ভাল করে
কথাও বলেন না। কেন বলুন তো?
- তুমি ওইটা কি বলছিলা? তুমাকে
ছারা আমার ভাল লাগে না?
- আমি কি সিরিয়াসলি বলছি নাকি?
- তাহলে কিভাবে বলছো?
- উহু বলব না।
- বলবা না?
- না, আচ্ছা রাতে খাইছেন?
- এতোক্ষন এ মনে পড়লো?
- এতোক্ষন এ কই মাত্র তো ৫ মিনিট
হলোনা?
- ৫ মিনিট তুমার কাছে কম মনে হয়?
- হু মনে হয় কোনো সমস্যা আছে? আমি
আমার স্বামীর সাথে ৫ মিনিট না ৫০০
মিনিট কথা বললেও মনে হবে ৫
মিনিট-ই কথা বলছি।
- না খাইনি, তুমি খাইছো?
- এটা কিরকম কথা বললেন হে, বিয়ের
পর দিন থেকে আমি আপনাকে রেখে
আগে খাইছি?
- আচ্ছা লক্ষি, যাও গিয়ে খেয়ে নাও।
- না আগে আপনি খাবেন।
- আচ্ছা আমি খেয়ে ফোন দিচ্ছি।
..
.. ডিনার শেষ করে ফোন দিলাম।
.
- এই আমার খাওয়া শেষ, তুমি এখন
খেয়ে নাও।
- আমিও খেয়ে নিছি।
- কখন?
- আপনি যখন, ফোন রাখছিলেন তখন।
- তুমি না বললা আমি খাওয়ার পর
খাবা?
- আপনি আগে খেয়েছেন তার পরেই
তো আমি খেয়েছি।
- আচ্ছা,, ঘুমাবা না?
- ঘুমাব তো তবে এখন না।
- ওহ বুচ্ছি।
- আবার কি বুঝলেন?
- এখন আর কেও তো তুমাকে ঘুমানুর আগে
গল্প শুনায় না তাই দেরিতে ঘুম হয় তাই
না?
- আর কতদিন থাকবো এভাবে বলেন
তো।
- ৭ দিন হইছে মাত্র। আর তুমি এভাবে
বলতেছো বুঝা যাচ্ছে কত বছর জানি
আমি তুমার থেকে দূরে।
- ওমা সাতটা দিন চলে গেলো আর
আপনি বলছেন, একটা কথা বলেন তো
আপনি কি আমাকে একটুও মিস করেন
না?
- তো আমার কি আরো চারটা পাঁচটা
বউ আছে নাকি যে তাদের মিস করবো?
- হিহি, তাই?
- হুম তাই।
- কতোটা মিস করেন শুনি তো।
- সকাল থেকে শুরু করবো নাকি রাত
থেকে?
- হিহি, সকাল থেকেই শুরু করেন।
- বাসায় থাকলে তুমি ঠিক সাতটায়
আমাকে ডেকে দিতা।
- হুম দিতাম তো। আর দিবো।
- ওখানে সাতটা বাজলে এক মেয়ে
এসে ডেকে দেয়।
- কি??? মেয়ে? কোন মেয়ে? কিসের
মেয়ে? এই আপমি সত্যি করে বলেন
আপনি কোথাই আছেন?
- আরে বাবা হোটেল এ থাকে না যে
টেইক কেয়ার করার জন্য ওরা।
- ও চোখ গুলো সুন্দর? আপনি তো আবার
চোখ সুন্দর থাকলে আর আপনার চোখ
ফেরাতে পারে পারেন না।
- আরে না, আমার লক্ষির মতো আর
কারো এতো সুন্দর চোখ আছে নাকি?
- হইছে হইছে, এখন আর এসব বলা।
লাগবেনা। সারাদিন এ একটা ফোন ও
তো দেন না।
- আরে বাবা, এখানে তো কাজ আসছি
বলো। আমি তো আর বসে থাকতে
আসিনি। ব্যাস্ত থাকি জানোনা?
- হুম, তারাতারি আসেন না প্লিজ।
- আরে আর তো মাত্র ৮ দিন। দেখতে
দেখতে চলে যাবে। লক্ষি বউ আমার
আমি তো আসবই।
- আরো ৮ দিন? এতো দিন কিসের কাজ
শুনি?
- আর বলোনা কাজ আছে অনেক।
- সাবধানে থাকবেন কিন্তু। কিছু হইলে
খবর আছে।
- আচ্ছা শোননা।
- হুম বলেন।
- কালকে রাতে না একটা সপ্ন দেখছি।
- ও, কি সপ্ন বলেন বলেন।
- আমাদের একটা রাজরানীর মতো ফুটফুট
এ মেয়ে হইছে। ও ঠিক তুমার বিপরীত
হইছে। তুমি যেরকম শান্তশিষ্ট ও ঠিক
উল্টো।
- আপনি এতো দূর চলে গেছেন আল্লা।
- এইটা তুমি কি বললা? আমি এতো দূর
চলে গেছি না? একশবার যাবো
হাজারবার যাবো তুমার কি? হুম
- না যেতে পারবেন না। আমার মেয়ে
এতো দুষ্টু হবেনা। কি সব ফালতু সপ্ন
দেখেন আপনি।
- বাহ এইটা ফালতু সপ্ন হলো? আর কি
বললা তুমার মেয়ে মানে?
- আমার মেয়ে মানে আমার মেয়ে।
- আরে তো আমি কি?
- আপনি এতো ব্যাস্ত থাকেন। ওর
আব্বুকে খুজেই পাবেনা।
- খুব খারাপ বলো নাই। ইশ কি মজা হবে
না তখন?
- তখন এতো মজা হবে কেন শুনি?
- তখন আমার ঘুম থেকে ডেকে তুলবে
আমাদের রাজরানী।
- না আমি দিবো না ডেকে দিতে।
- এ বাবা কি বলো কেন?
- তো আমি কি করব?
- তুমার সকালের ডেকে দেয়ার
ডিঊটি পালন করবে আমাদের
রাজরানী।
- না, বাবুর আগে আমি ঘুম থেকে ওঠে
তুমায় সবার আগে আমি ডেকে দিবো।
- যাও আমরা বাপ বেটি অন্য রুম চলে
যাবো তখন?
- না না না না। এরকম বলবেন না
প্লিজ।
- ঘুমাবো এখন।
- ঘুমান এখন আর আপনার কথা ভাল
লাগছে না।
- হু গুড নাইট।
- গুড নাইট, এই সকালে কিন্তু ফোনটা
রিচিভ করবেন।
- হুউ
.
. বউটা আমার এতো লক্ষি কেন? আবার
অনেক লজ্জাও পায়। অনেক ভালবাসে
আমাকে। আমি খুব বেশি সময় দিতে
পারিনা ইচ্ছে থাকলেও। আমিও তো
খুব ভালবাসি। এ সাতটা দিন ওর হাতে
চা খায়না মনে হচ্ছে পেটে এ কোনো
খাবার-ই আর খিদা মিঠাতে পারছে
না। সাত দিন পেরিয়ে গেছে। আরো
আট দিন বাকি। দেখতে দেখতে এক দুই
দিন করে চলে গেলো ১৫ দিন পুরো।
রওনা দিলাম বাসার দিকে। এক দিন
পরে বাসায় ফিরতেই পারলাম না
গেটের এর একটু সামনেই দূর থেকে
দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরেই
হু হু কাঁদতে লাগল।
- এই লক্ষি কাঁদছো কেন?
- কাদতেই আছে।
- আরে বাসায় তো ডুকতে দিবা
নাকি?
- আপনি দাড়িয়ে থাকেন। আমি আমার
স্বামীর বুকে কাঁদছি আপনার কি??
- আর কাঁদতে হবেনা। আমি এসে গেছি
তো। এখন সারাক্ষন আমার বুকে মাথা
রেখে কাঁদতে পারবে।
.
. আমি মাত্র ১৬ দিন পরে বাসায়
আসছি। মনে হচ্ছে যেন। পুরো ১৬ বছর পর
বাসায় আসছি। বউটার কাজে কর্মে
তো তাই মনে হচ্ছে। এতো রান্না
করলো কেন? আমি এতো খেতে
পারবো না তো।
...