Android দিয়ে কোনো software ছাড়া ফাইল হাইড করুন।
প্রথমে Android এর ফাইল ম্যানেজার এ জান।
তারপর যে ফাইল-ফোলডারটি হাইড করবেন, সেটার উপর টাচ করে ধরে থাকুন।
তারপর Rename এ ক্লিক করুন,
তারপর ফাইলে যে নামটি লেখা আছে তার বাম পাশে (.) ডট চিন্হটি দিন। দিয়ে ওকে করে দিন।
বাস, আপনার কাজ সেস, দেখুন ফাইল-ফোল্ডারটি হাইড হয়ে গেছে।
ফাইলটি পুনরাই দেখতে File manager এর Sating এ Show all hidden file এ টিক দিন। তাহলে ফাইল গুলা আপনি দেখতে পাবেন। আর ফাইল গুলা পুনরাই হাইড করতে চাইলে সেটিং য়ে গিয়ে Show all hidden file এর টিক চিন্হটি উঠিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
|