Buy this theme? Call now 01710441771
Welcome To Abc24.GA
.Jul 5, 2017

বৃষ্টির অজানা কিছু রহস্য!


বৃষ্টির পানি, প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ পানি। বৃষ্টির পানিতে অশুদ্ধ কিছুই নেই। কিন্তু পান করার আগে অবশ্যই আমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে। বৃষ্টির পানির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে । এতে রয়েছে প্রাকৃতিক খনিজ, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। কিন্তু, পান করার আগে এটাকে অবশ্যই পরিস্কার করে নিতে হবে।

বৃষ্টি মানেই বাঙালির কাছে এক অন্য ব্যাপার। তীব্র গরমে কাহিল রাজ্যের মানুষ চাতক পাখীর মতোই অপেক্ষায় থাকে। কিন্তু, বৃষ্টি সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্যই হয়তো আমাদের অজানা। আসুন জেনে নেয়া যাক এর উপকারিতা ও বিভিন্ন তথ্য-

১. বৃষ্টির জল দিয়ে কাপড় ধুলে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। আসলে স্বাভাবিক পানির তুলনায়, বৃষ্টি জলে সাবান এবং ডিটারজেন্ট অনেক বেশি ও চমৎকার কাজ করে।

২. বৃষ্টি হলেও রাস্তাঘাট-মাঠে জলের ফোঁটা নাও থাকতে পারে। কারণ, গরম স্থানে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় তা হলে বৃষ্টি মাটিতে পড়ার আগেই বাষ্পায়িত হয়।

৩. মরুভূমিতে নয় সবচেয়ে কম বৃষ্টি কম হয় অ্যান্টার্কটিকায়।

৪. বৃষ্টির ফোঁটা মানে তা জল— এমনটা মনে করার কোনও কারণ নেই। কারণ, শুক্র, চাঁদ সহ এমন কিছু গ্রহ ও উপগ্রহ আছে যেখানে সালফিউরিক অ্যাসিড বা মিথেন থেকে বৃষ্টি হয়। এমনকী, ৫০০০ আলোক বর্ষ দূরে এমন একটা গ্রহ আছে যেখানে আয়রন থেকে বৃষ্টি হয়।


৫. বৃষ্টির জলে স্নান করলে ও এ জল পান করলে ত্বক, চুল অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল হয়।

৬. বৃষ্টির ফোঁটার আকার দেখে যাঁরা একে কান্নার জলের ফোঁটা বলে ঠাহর করেন, তাঁরা ভুল, কারণ, বৃষ্টির ফোঁটার গড় আয়তনই ০.১ থেকে ৯ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

৭. বৃষ্টি পড়ার গতিবেগ ঘণ্টায় ১৮ থেকে ২২ কিলোমিটার হতে পারে।

৮. বৃষ্টি পড়লে মাটি থেকে একটা গন্ধ বের হয়। এই রাজ্যে এটা সোঁদা গন্ধ নামে পরিচিত। এই গন্ধ আসে মাটিতে থাকা ব্যাকটেরিয়া থেকে।

৯. বৃষ্টির পানি দিয়ে জিনিসপত্র পরিষ্কার করলে অনেক বেশি উজ্জ্বলতা বারে এবং নতুনের মত চমক দেয়।
১০. বিশ্বের কোথাও কোথাও এখনও অ্যাসিড বৃষ্টি হয়।

১১. বৃষ্টি হলে পতুর্গালে কেউ অফিসে যান না। কিউবাতে শুধু দুপুরে বৃষ্টি হয়। আর, থাইল্যান্ডে বৃষ্টি হয় শুধু রাতে।

১২. মরুভূমিতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলেও একফোঁটা জল গায়ে লাগবে না। কেন? কারণ, মরুভূমিতে বৃষ্টি হলে বোঝার উপায় থাকে না। সেখানে এত গরম থাকে, যে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই মাঝ আকাশেই তা বাষ্পে পরিণত হয়।