Buy this theme? Call now 01710441771
Welcome To Abc24.GA
.Dec 22, 2017

প্রসাব চেপে রাখলে যে ভয়ানক ক্ষতি!

আমরা বিভিন্ন সময় নানা কারণে প্রসাব চেপে রাখি। সাধারণত শীতের দিনে ঘনঘন প্রসাবের চাপ বেশি থাকে। প্রচণ্ড শীতে কম্বলের নিচে আরাম করার সময় প্রশাবের চাপ আসলেও অলসতার কারণে উঠতে মন চায় না। আবার কাজের ব্যস্ততা, রাস্তাঘাটে মানসম্মত শৌচালয়ের অভাব তো আছেই। তবে যে কারণেই হোক, প্রসাব চাপে রাখলেই বিপদ। আসুন জেনে নেই, প্রসাব চাপে রাখলে কি ধরনের সমস্যা হতে পারে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১। প্রস্রাবে ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো টক্সিক পদার্থ থাকে। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে এই বিষাক্ত পদার্থগুলি কিডনিতে পৌঁছে কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দিতে পারে।

২। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্লাডারে জীবাণু জন্মাতে থাকে। যা থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন-এর মতো সমস্যা দেখা দিতে পারে।

৩। প্রস্রাব চেপে রাখার কারণে ব্লাডার ফুলে যেতে পারে। ফলে, প্রস্রাব করার সময়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারেন।

৪। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির উপরে চাপ পড়ে। এর ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৫। দীর্ঘক্ষণ প্রস্রাব না করার ফলে ব্লাডারের মাংসপেশিগুলি প্রসারিত হতে থাকে। যা থেকে ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে।